এই তুমি আর সেই তুমি না,
আজ কেন তবে নিজেকে লাগে অচেনা;
এই তোমার মাঝে কি রকম আত্ম-অহংকার,
সেই তোমার মধ্যে ছিলো ভালোবাসার আবদার।
এই তুমি আর সেই তুমি না,
আমার চোখে অশ্রুর জল দেখে যার পেত কান্না;
এই তুমি কিছু বললে হও বিরক্ত,
সেই তুমি ছিলে আমার ভালোবাসায় আসক্ত।
এই তুমি আর সেই তুমি না,
আজ কেন তবে তুমি নিজেকে ভালবাস না;
এই তুমি আমায় দেখে অন্য পথে হাটো,
সেই তুমি আমায় দেখার জন্য পথ করতে ছোট।
এই তুমি আর সেই তুমি না,
আমার জন্য যার ভিতরে হতো ভালোবাসার বন্যা;
এই তুমি আমায় দেখে না দেখার কর বান,
সেই তুমি আমায় দেখলে প্রেমে করতে আহবান।
এই তুমি আর সেই তুমি না,
আজ কেন নূপুরের শব্দ কান পেতে শুনা যায় না;
এই তুমি আজ নিজের জন্য সাজো,
সেই তুমি আমার গানের সুরে বাজো।
এই তুমি আর সেই তুমি না,
তোমার কাছে ভালোবাসা নাকি হাতে গোনা;
এই তুমি আমায় দেখে হাস,
সেই তুমি আমায় জড়িয়ে ধরে ভালবাস।।