একটি মেয়ে যার হাসিতে
মনের ভিতর উঠে উত্তাল টেউ;
কে সেই মেয়ে যার জন্য
আমার মন করে এতো ব্যাকুল।
যাকে দেখার জন্য আমার
প্রতিটা প্রহর কাটে দুঃসহ বেদনায়,
সে যে কে ?
তাকে দেখার জন্য,
প্রতিটি দিন রাত একাকার হয়ে যায়।
কখনো শ্রাবণ মাসের রাত্রির আঁধারে,
শ্রাবণীতে ভরিয়ে দেয়;
আবার ফুলের তরিতে ভাসিয়ে দেয়।
তুমিই কি সেই শ্রাবণী ?
তোমায় দেখার পড়ে
অনেক শ্রাবণ পাড় করেছি
তবুও দেখা হয় নি।।