এসেছে বৃষ্টি যেন নুপুরের ও শব্দে,
রিনিকি ঝিনিকি সুরে;
প্রকৃতির বৃষ্টি বরণে আনন্দে উল্লাসে,
শিশিরের জলে কুয়াশা মাখিয়ে;
এসেছে বৃষ্টি যেন কদমের শাখা ছুয়ে,
স্নিগ্ধ অনুভূতির পরশে;
আকাশ ঢেকে মেঘের কেশে,
মিষ্টি কিছু ভালোবাসার আবেশে;
এসেছে বৃষ্টি যেন ঝড় বাতাসে,
ঝর্ণার মৃদু ধ্বনি হয়ে;
পাখিদের নীড়ে বসে থাকা দৃশ্যে,
এসেছে বৃষ্টি যেন তারা ভরা রাতে;
বিদ্যুৎ এর ঝলকানিতে,
বিকট শব্দের গর্জনে;
ভয়ে ভীতু থাকা মনের অদৃশ্যে,
এসেছে বৃষ্টি যেন ছনের চাল বেয়ে;
শিশুদের জলে ভেজা দৃশ্যে,
হাজারো ফুলের স্পর্শে;
ষড়ঋতুর এই বাংলাদেশে।।