লোকসমাজে  জাতপাতে ধর্মের অবক্ষয়,
ব্রাহ্মণ নাকি অধিপতি!
বাকি সব কি তবে গোত্রের দ্বন্দ্ব;
নাকি জাতপাতে সমাজের আচ্ছাদন
তবে কি আদি পিতা-মাতা উচ্চ জাতি?
জাতের এই খেলা কিছুই বুঝা হয় নি
তবে কি মানুষ, মানুষ নয়
লোকসমাজে জাতপাতে ধর্মের অবক্ষয়।
জাতের এই খেলা চলে প্রতিনিয়ত
যেন উচ্চ জাতি আকাশে উড়বে,
নিম্ন জাতির হবে ক্ষয়;
তবে কি ভালোবাসা কিছুই নয়!
গৌরব ছিল উচ্চ জাতের বিষয়
লোকসমাজে জাতপাতে ধর্মের অবক্ষয়।।