মাকে নিয়ে লিখি আমি কতই কবিতা,
মা যে আমার কবিতার ছন্দে বারতা;
যেই সুরে বলি না কথা, মা যে ছিল জীবন
মায়ের জন্য ধন্য আমি; সব করেছি বরণ।
মায়ের চরণ ধুলা মাথায় লাগিয়ে,
আমার যদি হয় মরণ; মায়ের কূলে শুয়ে
মায়ের জন্য মুক্তিযুদ্ধ, মায়ের এই ভাষা
যতই আমি কথা বলি; ফুরায় না আশা
মা হল সর্ব সুখের, সব ভালবাসা   ।।