ওহে নিশাচর,
আমি বসে আছি অন্দরমহলে
তুই এসে দেখা কর।
আমি একা বসে আছি
এক কোনে,
মান অভিমানের পাতা খুলে
এসে দেখা কর ;
কতো কথা বলার ছিল
ওহে নিশাচর ;
আমি বিরহে কাতর
ওহে নিশাচরী নিশাচর,
জীবন নামের কবিতার পাতায়
তরে দিলাম স্থান নিশাচর;
তুই আমায় নিলে না
ফেলে দিলে নিশাচরী ;
ওহে নিশাচর,
তুই নাকি দেখা করিস নিশায়,
ফেলে রাখিস আমায় কালো সিসায়।
এই কি তোর নিশা
ওহে নিশাচরী নিশাচর।।