জয়ন্তিকা তুমি আসলেই অবাধ্য,
আসলে কেউ তোমায় করে নি বাধ্য;
এক সেকেন্ড থামতে তুমি কেন অশান্ত,
শুধু ছুটে চলে, দিগন্তে হও এক বুক শান্ত
ব্রাহ্মণবাড়িয়াতে এসে, তোর কত অভিনয়;
আশুগঞ্জে বুঝি তোমার ছিল খুব ভয়!
জয়ের জন্য ছুটে চলে, দিগন্তে দাও পাড়ি
পথে পড়ে রঙের মানুষ, গাছের ছিল সারি
অবাধ্যতাই তোমায় করেছে পরিপূর্ণ ;
এতো ছুটে চলেও তুমি, কেন তবে শূন্য ।।