ভালোবাসার পার্শ্বপ্রতিক্রীয়া কি?
অভিমানে জমা আকাশটাও বুঝে,
কখনো কাছে কখনো দূরে চলে যাওয়ার মাঝে খুঁজে ;
হারিয়ে যাওয়া ভালোবাসা কখনো কি আসবে কাছে,
না থাকবে সে অনেক দূরে অতল কোন গহ্বরে;
যেখানে আসা যাওয়ার মাঝে তৈরি হয় ব্যবধান,
তার অন্তরে আছে কে তুমি পাবে না সেই সন্ধান।
প্রেমের নামে সে দেবে অভিশপ্ত ভালোবাসা,
আদরে করবে গ্রহণ ফিরিয়ে দেবে সব আশা।।
সেকেন্ডে আঁকা থাকবে সময় আমি হব ক্ষীণ,
বোঝাবে সে আছে কিন্তু সে অন্যের মাঝে বিলীন ;
হাজারো বার খুঁজবো তাকে আমার অস্তিত্ব করে লীন।।।