সেই তুমি অচেনা হলে
কয়েকমাস হলো,
প্রহর কাটে নিশব্দে।
কেন জানি এক অচেনা প্রতিক্ষায়,
আমি বসে আছি এখন
তোমাকে দেখার আকাঙ্ক্ষায়।
তুমি তো স্বপ্নের আকাশে
ডানা মেলে উড়ো;
আমি পথিক হয়ে ঘুরি পথে পথে,
ক্লান্ত শরীরে ;
একটু বসে ছিলাম বট তলে
আপন মনে ভাবছি বসিয়া,
সেই তুমি কার হলে।।