পিপীলিকা গুলো দৌড়াচ্ছে
আর দৌড়াচ্ছে ;
কখনো পায়ে কখনো মাথায়,
উপরে উঠছে নিচে নামছে,
যেন আলোতে খেলা করছে,
আঁধারে সে ঘুমাচ্ছে,
কখনো পা থেকে মাথায়
আবার কখনো মাথা থেকে পায়ে;
অবিরত এই চলাচল
যেন না থেমে ঘোর পাক খাচ্ছে।


[ বিঃদ্রঃ কবিতাটিতে "পিপীলিকা" বলতে মাদকাসক্তদের বোঝানো হয়েছে।
পিপীলিকারা যেমন খাবারের সন্ধানে ব্যাকুল হয়ে পড়ে ঠিক তেমনি মাদকাসক্তরা মাদকের জন্য মরিয়া হয়ে পড়ে। ]