পড়ন্ত বিকেলে সূর্য অস্তে
প্রবাহিণী, বসে আছি তোমার কূলে;
আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি
দুখানি নয়ন মেলে,
তোমার অপরুপ দৃশ্য গ্রহণে।
সৃষ্টির অপরুপ লীলা আস্বাদন করে
আমি বসে আছি নদী তটে,
বেলা শেষে পড়ন্ত বিকেলে।