মেঘাচ্ছন্ন বিকেল বেলায়,
আমি বসে আছি নদীর তীরে ;
সূর্যের লাল রশ্মি যখন অস্ত যাচ্ছে
আমি নদীর তীরে বসে আছি আপন মনে ;
তোমার কথা মনে হচ্ছিলো খুব;
কিন্তু একটি প্রশ্ন বারবার কুড়ে খাচ্ছিলো আমায়,
তুমি কোথা থেকে এলে কোথায় চলে গেলে?
চোখের কোনে অশ্রু বিন্দু, তুমি কে ছিলে?
তুমি কেন তবে ধরা দিলে এই মনে
তোমার কাছে ভালো লাগা গুলো কি সাময়িক?
ভালোবাসা গুলো কি তবে হয়ে উঠে অসাময়িক!
মেঘাচ্ছন্ন পড়ন্ত বিকেলে তুমি কবিতার বিষয়বস্তু।।