প্রকৃতি কেমন বানালো তোমায়,
সত্যিই খুব অদ্ভুত !
প্রকৃতির মাঝে দেখি তোমায়,
কবিতার ছন্দে বেশ মানায়।
তোমায় নিয়ে ভাবি সদাই,
অসুন্দর বলে কি আমি অসহায়।
নিজেকে হারাই তোমার মাঝে,
শাড়ির আঁচলে মধুর পূর্ণিমায়।
প্রকৃতিও তোমার জন্য ফুল ফোটায়,
মিষ্টি হাসি নিসর্গের গুঞ্জনে গান গায়।
সমুদ্রের কন্যা বলে মনে হয় তোমায়,
তোমার নিস্তব্ধতায় প্রকৃতি হয় অশান্ত;
তবুও অশান্ত রুপ শান্ত করে আমায় ।।