প্রেমের সীমানার দ্বার কেটে চলে যাওয়া,
সেই চিরচেনা প্রাক্তন হও তুমি;
বিভীষিকার প্রাচীর ঘেঁষে বসে আছি আমি,
তোমার ভালোবাসা মাখা আলো আঁধারে;
নিঃশব্দে কাটে প্রতি মুহূর্ত অপেক্ষার প্রহরে।
কেনো জানি এসে চলে গেলে সেই তুমি,
নিরন্তর একি কথা ঘুরপাক খায় নিঃসঙ্গতায়;
শত প্রশ্ন মনের ভিতরে খুঁজে তার সমাধান?
তোমার চলে যাওয়া আমায় করে অপমান,
প্রেমের সীমানা কাটা তুমি সেই প্রাক্তন ।।