আমি আজও কোন ধর্মের হতে পারি নি,
না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিষ্টান;
আবার ঠিক নাস্তিক নয়,
তবে কে আমি?
মানব হয়ে কি পেলাম মনুষ্যত্বের ধর্ম,
নৈতিকতার অবক্ষয়ে হারাই মানবিক কর্ম;
বিপরীত প্রতিক্রিয়ায় প্রকাশ পায় আংশিক বর্ণ,
তবে কেন কোন ধর্মের হতে পারি নি!
প্রশ্নও ঠিক অবজ্ঞা করে আমায়,
উত্তরের সমাধান পাওয়া অন্ধকারে হাঁটার  মতো;
কখনো পূর্ণিমায় আসে কখনো অন্ধকারে ঢেকে যায়।