পূর্ণতা,
আমি তো তোমার কাছে অন্য কিছু চাই নি
শুধু চেয়েছিলাম এক মুঠো ভালোবাসা;
তুমি তো দিলে তাচ্ছিল্য করা এক অধ্যায়।
পূর্ণতা,
আমি তো তোমার মধ্যে দেখেছি আমার কৃষ্ণ
যে শুধু তোমার এক মুঠো প্রেমের কাঙ্গাল;
তুমি তো দিলে ব্যবহারে অপূর্ণ হওয়া সমাপ্তি।
পূর্ণতা,
আমি তো তোমার মাঝে হারাতে এসেছিলাম
যে শুধু তোমার অনন্ত পথের সাথী হতে চায়;
তুমি তো হারিয়ে যেতে দিলে মহাকালের গহ্বরে।
পূর্ণতা,
আমি তো তোমার মতো প্রেম আটকাতে শিখিনি
যে আমি শুধু তোমার কথাই অসংখ্য ভাবনায় ভাবি;
তুমি তো আমায় সেই ভাবনায়ও রাখ না।
পূর্ণতা,
আমি তো তোমার মতো একা থাকতে পারি না
যে আমি শুধু মানুষের মধ্যে হারিয়ে যেতে পাড়ি;
তুমি তো আমায় একা থাকা শিখিয়ে চলে গেলে।।