হংসবাহনা মা, তুমি সুরেরও শক্তি
তুমি মা সনাতনী, মম নিয় ভক্তি
তামসীর ঘোর কাটা তুমি আলো;
অজ্ঞানী মাঝে বিদ্যা শিখা জ্বালো।


অজ্ঞানতার বারুদে পুড়ছে জ্ঞান,
মম মোক্ষলাভে দাও পরিত্রাণ ;
মা,নিরক্ষরতা যে জ্ঞান করে শূন্য
অক্ষরজ্ঞানে মা তুমি দিলে সে পূণ্য।।


তুমি বীণার সুর, আমি শুধুই গান
প্রতিটি কন্ঠস্বর, তুমি কর দান
তুমি যে মা আঁধারের আলো;
ভেঙ্গে দাও,অজ্ঞানতার সব কালো।।