এই আমার সেই বাংলা না,
যেই বাংলার আমি প্রত্যাশী;
ধর্মের সাথে ধর্মের সদা বিপত্তি,
মিলেমিশে থাকাটাই আপত্তি;
এই আমার সেই বাংলা না,
যে বাংলা আমি দেখি স্বপ্নে;
গভীর চিন্তা করা ভাবনায়,
এই আমার সেই বাংলা না;
যেই বাংলার আমি প্রত্যাশী,
এখানে ধর্ম আছে যার যার;
উৎসব কেন নয় সবার,
এই আমার সেই বাংলা না;
যেই বাংলা দেখেছি একাত্তরে,
দেশের জন্য সবাই যুদ্ধ করে;
এই আমার সেই বাংলা না,
যেখানে ইংরেজিতে হই আত্মহারা;
বলে না বস, বলে সীট ডাউন,
ইংরেজির মাঝে বাংলা হয়;
সব লোকের হাস্যরসের কারণ,
এই আমার সেই বাংলা না;
যে বাংলায় কথা বলা হবে অলঙ্করণ,
শুধু ইংরেজি কথা বলা বারণ;
মনুষ্যেত্বর মাঝে থাকবে বন্ধন।।