ওগো শ্যামা মেয়ে তোর এতো অভিমান,
মলিন হাসি বুকে তুলে উত্তাল জোয়ার;
কবি সত্যিই তুমি অদ্ভুত,অদ্ভুত সব প্রশ্ন!
শ্যামা মেয়ে, আমি তো ঠিকি বললাম।
আচ্ছা কবি, আমাকে তোমার কেমন লাগে?
শ্যামা মেয়ে, তোমায় সাজলে বড্ড ভালো লাগে;
কবি, আমি যে তামসীতে ফুটা কৃষ্ণবর্ণ
ওগো শ্যামা মেয়ে, তুমি সত্যিই অনন্য ;
কবি,তোমার ভাবনাগুলো অন্যদের থেকে ভিন্ন
শ্যামা মেয়ে, তাই বুঝি?
কবি, একদম তাই।
কবি, তোমার কাছে প্রকৃতির রংগুলো সুন্দর তাই না?
শ্যামা মেয়ে, তুমি প্রশ্নটি করলে তো দারুণ;
কেন কবি!
শ্যামা মেয়ে, প্রকৃতি যে এক রং দিয়ে কখনো পূর্ণ হয় না।
কবি, যেমন?
শ্যামা মেয়ে, এতো রং যদি না থাকতো তবে কেমন করে তোমায় পেতাম বলতো।
কবি, তুমি অফুরন্ত প্রেমের ভান্ডার?
শ্যামা মেয়ে, তবুও আমি এখনো অন্ধকার...