আমার মা কৃষ্ণ আমার বাবা কৃষ্ণ,
আমার বোন কৃষ্ণ আমার বোন জামাইও কৃষ্ণ;
আমি যে দিকে থাকাই আমার কৃষ্ণ দেখি গো,
এই মাটি কৃষ্ণ এই জল কৃষ্ণ,
আমার কথায়ও কৃষ্ণ, শোনার আনন্দও কৃষ্ণ
ফুল কৃষ্ণ, ফল কৃষ্ণ, পাখি কৃষ্ণ, স্পন্দনেও কৃষ্ণ
প্রকৃতির এই সৌন্দর্যও কৃষ্ণ, প্রেমেও কৃষ্ণ
পাখির মিষ্টি ডাকও কৃষ্ণ, সুরের কলতানও কৃষ্ণ
আমার হৃদয়েও কৃষ্ণ, আমার তুমিও কৃষ্ণ
সমুদ্রের ঢেউ কৃষ্ণ, পাহাড় থেকে পড়া ঝর্ণা কৃষ্ণ
আমার বন্ধুও কৃষ্ণ আবার আমার শত্রুও কৃষ্ণ;
এই বিশ্বচরাচরে সবই আমার রাসবিহারী কৃষ্ণ।।