ওগো কুমিল্লার মেয়ে তোমার শ্রীমঙ্গলে বাস,
প্রেমের নামে ব্যবহার তুমি কর উপহাস!
ছলাকলার ব্যবহারে তোমার ছিল জোক,
কাজ যদি উদ্ধার হয় তবে তাই হোক;
একের ভিতর অনেক তুমি বুদ্ধি ছিল খাসা,
তোমার সাথে কে এসে খেলবে এমন পাশা;
উঁচু জাতের কবি তোমায় করতে এসে উঁচু,
ব্যবহারের খেলায় তুমি করে দিলে নিচু;
কবিতা চাই যে তোমার প্রতিদিন একটি,
মন যদি ভাঙ্গে তবে তোমার যায় আসে কি;
ভালোবাসার উত্তরে বলতে পার হুম,
মন ভেঙ্গে তুমি আজ শান্তিতে দাও ঘুম?
হঠাৎ একদিন বললে,“কবি ভালবাসি না তোমায়”
এ কেমন ব্যবহারে তুমি রাঙ্গিয়ে দিলে আমায়।।


বিঃদ্রঃ প্রথম লাইনের কিছু শব্দ অনুপম রায়ের গাওয়া গান থেকে নেওয়া।