তোমার সাথে বিরহ আমার জন্ম জন্মান্তরে,
হে ঈশ্বর!
তোমার কোন আঁকার নেই বলে কি,
তুমি একদম নিরাকার;
কর্মের বিনিময়ে কর্ম ফলে কর প্রহার,
কেন ভালোবাসা দিয়ে কর শত অঙ্গিকার;
তোমার সৃষ্টিতে,
তুমি মার আবার তুমিই কর উদ্ধার;
তুমি ভূমিকা, তুমিই উপসংহার
পাপীকে দাও শাস্তি কর সংহার,
তুমিই সব বলে কি তোমার অহংকার;
তাহলে কেন নিজের জন্যই কষ্ট পাও বারবার।।