তোমার খোলা চুলে আমি,
তোমার নয়নের কাজলে আমি;
তোমার চোখে দেখা দৃশ্য আমি,
তোমার লেখা কলমের কালি আমি;
তোমার কাজের দক্ষতায় আমি,
তোমার পায়ে নুপুরের শব্দে আমি;
তোমার চরণের রঙিন আলতা আমি,
তোমার মিষ্টি হাসিও আমি;
তোমার দুঃখে মাখা কালো ধুঁয়াশা আমি,
তোমার ভালোবাসার প্রথম আমি;
তোমার প্রেমে বেঁচে থাকা শেষ উৎস আমি,
তোমার কলঙ্কের ভাগীদার আমি;
তোমার নয়নের আলো আমি,
তোমার চোখে আঁধারের কালো আমি;
তোমার নয়নের অশ্রু জলে আমি,
তোমার ভালোবাসার বিসর্জনও আমি।।