তুমি মেয়ে বলে কি, চলার পথ এতটা শক্ত।
তুমি মেয়ে বলে কি,
বখাটে ছেলেরা পথে করে বিরক্ত।
তুমি মেয়ে বলে কি পথ গুলো সব বন্ধ;
তুমি মেয়ে বলে কি,
ছেলেদের সাথে পথ চলতে এতো দ্বন্দ্ব।
তুমি মেয়ে বলে কি,
ধর্ষিত হও রাজপথে অবিরত।
তুমি মেয়ে বলে কি,
কান্না গুলো শুকায় হৃদয় মাঝে।
তুমি মেয়ে বলে কি,
কাটা কাটা পথে চলতে হয় আজও।
তুমি মেয়ে বলে কি,
বাকা কথায় কষ্ট পাও এতো।
তুমি মেয়ে বলে কি,
কিছু পেতে হলে,বাধা আসে শত শত।
তুমি মেয়ে বলে কি,
কাজের ফাঁকে কথা বল না তো এতো।
তুমি মেয়ে বলে কি,
চাওয়া পাওয়া থাকতে পারে না;
তুমি মেয়ে বলে কি,
ভালবাস বলে ধোকা দেয় তোমারে;
তুমি মেয়ে বলে কি,
বিয়ে দিয়ে দেয় বোঝা মনে করে।
তুমি মেয়ে বলে কি, হয়েছ অপরাধী।
তুমি মেয়ে বলে কি, হলে লাঞ্ছিত নারী।