তোমার জায়গায় তুমিই ছিলে ঠিক,
আমি ছিলাম ভুল,
আমি বেঠিক ।
তুমি যেদিন বলেছিলে আমায়,
অসংখ্য ভাবে অপছন্দ কর;
তুমিই ছিলে সমুচিত।
আমি অসংখ্য বার হই বেঠিক,
তুমি ছিলে বিহিত।
আমার কষ্টে আমি হই ব্যথিত,
আমি শেষ হই প্রতিনিয়ত;
আমি ভালো নেই আগের মতো,
কথা বলায় সুখ পাইনি;
তবুও কথা বলতে হয় অবিরত।
আমি ছিলাম ত্রুটিযুক্ত,
তুমি ছিলে উপযুক্ত।।