পথিক তব নাহি পায় আজ্ঞা
ভালোবাসায় নাকি নহে চলে জীবন
কেটে গেলে অমাবস্যা খিড়কি ভেদ করে আসে আলো
তারপর পথিক বলে তার থেকে বাসেনি  
কেউ বেশি ভালো,
ইচ্ছের কথা যাহা বলিতে প্রাণ  কাঁদে তা হয়না বলা।
তবুও ঝড়-ঝঞ্ঝা নির্বিশেষে পথিকের পথ চলা।