কেমন আছ, প্রেমিকা?
এই তো দেখা হলো, তবে!
জানিনা, তোমাকে ঠিক কেমন লাগে,
যখন তুমি একদম একা।
ভোরবেলার স্নান ধুয়ে দিয়েছে সব প্রসাধন;
তোমার চুল খোলা,
কান্নার দমকে পিঠ একটু একটু কাঁপছে;
চারপাশে অদ্ভুত শূন্যতা,
মোবাইল ফোন বন্ধ,
কোন ইন্টারনেট তোমাকে ছুঁতে পারেনা,
কাল রাতের শেষ পেগের নেশা কেটে গেছে অনেকক্ষণ;
তুমি আর তোমার একাকীত্ব।
ভাবছ; তোমার মায়ের হঠাৎ চলে যাওয়া
ভাইয়ের সাথে শেষ কবে,
করেছিলে প্রচণ্ড ঝগড়া, আর
বোবা কুকুর টা তোমাদের,
ওকে কি কেউ দেখে, কেউ জল দেয়?
তোমার ভীষণ একা থাকার নগ্ন মুহূর্তে
আমি তোমার চৌহদ্দির বাইরে দাঁড়ানো কিছু সময়,
সবার অগোচরে হঠাৎ ভাল লাগার পলক,
কান্না ছোঁয়ার স্পর্ধা আর এক বুক ভালবাসা নিয়ে,
তোমার প্রতীক্ষায় একদম একা;
তারাদের গল্প শোনাই,
ভোর হওয়ার ঠিক আগের, কালো আকাশে।