পাহাড়ি ঝোড়ো হাওয়ার কাছে
মন খারাপের হদিস না পেয়ে,
আমি যখন ফিরে চলি,
ঠিক তখনই;
কোথা থেকে বৃষ্টি নামার গন্ধ,
শরীর ভেজানো জলের ধারায়,
পরিচয় করে, ধূসর মনের
অনেক দিনের জমানো মেঘেদের সাথে।
মেঘেরা আজ বালিকা নয়,
পরিণত তাদের মন,
তাদের রোজনামচার ব্যস্ততায়,
কবিতারা থাকে অপেক্ষায়।
মেঘেরা অবাক হয়, আর ভাবে
এমনটা ই কি হয়ে ছিল,
শেষ সেই সেদিনের গল্পে, যেখানে
ইতিহাস আর পুরাণ গেছিল মিলেমিশে।
তবু যেন, তোমরা আছ, থাকবে
আমার মন খারাপের সকাল, বিকেল,
কখনো সমুদ্রের ঢেউ হয়ে অথবা
দুই পাহাড়ের মাঝে সূর্যোদয়ের আলোতে।