শেষ বিকেলের আলোর মতো ম্লান,
ভালোলাগার রেশ রেখে যাওয়া মুহুর্ত,
তোমার কাজলের মতো তীব্র,
আর নিশ্বাসের মাতো গভীর।
দিঘীর জলের মতো শান্ত; শীতল
বহু দুরে চলে যাওআ এক রাস্তা।
শেষ প্রান্তে এক ফেলে আশা জীবনের,
সমাধিতে অনরগল পাখিদের আসাযাওয়া;
একেই প্রাপ্তি বলে না কি ,সমাপ্তি ,
আকাংখার বাশ্প বাতাস আর ঘন কুয়াশা।