বুকের ভিতর জমতে থাকা
না লেখা চিঠি গুলো,
কাঁচা হাতে লেখা
অপ্রকাশিত একটা বই।
বড় যত্নে সাজান
প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ।
কোন প্রকাশক পায়না,
ভাষায় অব্যাক্ত;
তোমার চুলের গন্ধ,
তোমার চোখের তীব্রতা।
কোনদিন চিঠিগুলো শেষ হবে,
পোস্ট হবে গ্ন্ত্যব্যে,
তোমার ভাবনায় প্রতিফলিত
আমার শব্দেরা;
আমি কবি হয়ে উঠব,
কোন প্রকাশকের তোয়াক্কা না করে।