তোমার শাড়ির পারে চোখ রেখে,
তোমার চোখের কাজলে আর
তোমার ওই এক বিন্দু টিপের দিকে,
তাকিয়ে তাকিয়ে কাটানো যায়;
একটা গোটা জীবন, পরম প্রাপ্তিতে।
ভালবাসার অনেক মূল্য ধরে নিয়ে,
আজ তুমি হারানো এক মায়াজাল;
তোমার ভ্রুকুটি হারিয়ে ফেলে,
আমি জীবনের মানে খুঁজে ফিরি,
ব্যর্থতায় ভরা এই শহরের গলিতে।
আমার ভীষণ কালো একা আকাশে,
প্রতিশ্রুতি হয়ে ফিরে এসে,
ভালবাসা ভরা মেঘ জল ঢেলে,
একবার রামধনু রং হও;
আলো ফোটাও, জঞ্জালের এ শহরে।