ভালবেসনা, কষ্ট পাবে
বুড় মানুষের কথা টা শোন,
সেই যে হাফইয়ারলি পরীক্ষার খাতা
লুকিয়ে রেখে ছিলে,
মা ধরে ফেলে,
ঠাস ঠাস চর।
কি কষ্ট কি কষ্ট,
সে রকমই।
ভালবেসনা, তুমি এখন অনেক বড়,
এখন তো আর অংক কষতে ভুল হয়না,
জীবনের ত্রিকোণমিতি তোমার জলভাত,
ভালবেসনা।
ভালবাসার অনেক দায়,
সামনের মাসে বউয়ের জন্য
একটা গয়না গড়িও,
বিপদে আপদে কাজে দেবে।
ভালবেসনা, ভালবাসা ছেলেমানুষি
বুড় মানুষের ক্থাটা শোন হে ছোরা,
প্রেম ভালবাসা গল্প কবিতা
সেত বইপত্রে থাকে।
তুমি চাষার ছেলে,
ঘর সংসার লাঙল ছেড়ে;
এখন কি ভালবাসা নিয়ে বাঁচবে?
এক আষাঢ় শ্রাবণের ভরা বরষায়,
ভিজে মাটির গন্ধে মন খারাপ করা সন্ধ্যায়,
সংসারী হ্ও, সুখী হও, ভালবেসনা।