অনেক সাধের বাংলা মোর মাতৃভাষা
অনেক কষ্টে পাওয়া মোর বর্ণমালা
বাংলা বলে জেলে তাঁতী বাংলা ভাবে চাষা
এই ভাষাতেই লিখি না পাওয়া জ্বালা।
বাংলা ভাষা মোর জন্যে রহম খোদার
বাংলা ভাষা মা জননীর স্নেহের পরশ
মায়ের ভাষার জন্যে রফিক জব্বার
প্রাণ দিয়েছিল তবু করেনি আপোষ।
বাংলা বলে কোটি কোটি মানব সন্তান,
রহিয়াছে বাঙালি রা পৃথিবী জুড়িয়া
বাংলা ছড়িয়েছে আজ, বেড়েছে সম্মান
জুড়ায় বাঙালি প্রাণ বাংলায় বলিয়া।
বাংলা দেশে আমি থাকি বাংলা ভাষা ছাড়ি
বাংলা বাংলা করি শুধু এলে ফেব্রুয়ারী।