নীলাভ আলোয় দেখি ডুবে আছে ঘর
দেখি নীল জোছনায় ভাসছে কংক্রিটের ছাঁদ ,
এমন নীলের আবেশে চেতনার
দুয়ার দিয়েছি খুলে,
কে বলে নীল রং বেদনার।
এই যে নীলের প্রবাহে আনন্দঘন হয়ে উঠছে
আমার কবি মন।
যদিও ক্লান্তির বাড়ে ওজন
নীল রঙ পান করে করে,
ক্রমশ নীলাভ হয়ে পাশ ফিরে যাই ঘুমের দেশে
নীল ডিম লাইট একা একা জেগে থাকে শেষে।