মানুষের পৃথিবীটা আজ আতংকিত
সকল জাতির মনে, প্রশ্ন যে একটাই
কতদিন আর যাবে? প্রাণ ভয়ে ভীত
ঘুড়ি টা উড়বে ফের নাটাই ছাড়াই।
লড়াই ছাড়াই সব, বন্ধ যে হয়েছে
শাসকেরা করিয়াছে সব অবরোধ
ছাত্র শ্রমিকের ছুটি বেড়েই চলেছে
বাড়ছে রোগী র ঢল, অনিশ্চিত বোধ।
নানাবিধ ক্ষুধা তবু, মানেনা বারণ
মানুষের নিয়তি যা, তীরে ভিড়বেই,
এমন সময়ে শুনি কমেছে দূষণ
বায়ুর, শব্দের জানি পৃথিবী জুড়েই।
এমন করোনা কালে মানুষের দৃষ্টি
হেদায়েত যেন পায়, নহে অনাসৃষ্টি।