সকল কাজেই আজ শুধু প্রতিযোগী
সকলেই চায় শুধু এগিয়ে থাকতে
সকল জীবন যেন হিংসার রোগী
মনুষ্যত্ব চায় তারা কমিয়ে রাখতে।
অল্পে নয় কেউ আর এতটুকু সুখি
পিছিয়ে থাকার ভয়, মন রাখে ঘিরে
গাড়ি বাড়ি কাড়ি কাড়ি তবু তাঁরা দুখী
ভয় নেই রূহ টা যে দেহ যাবে ছেড়ে।
মানুষ মেশিন নয় খেটে যাবে শুধু
কতটুকু প্রয়োজন জীবনের জন্যে
কতটুকু খাবে আর হোক না সে মধু
ছোট এই জীবনেতে হয়ে আছে হন্যে ।
মানুষের দেহ আছে আরো আছে আত্মা
দুজনের খুশি তেই মানুষের সত্তা।