শহরের ফুটপাতে ঘুম
মানুষ ও কুকুরে কুটুম।
ভোরের প্রহর কেটে যায়
পথচারী ফিরে নাহি চায়,
বোঝেনা এ অলিক সমতা
বৈষম্যের অধুনা সভ্যতা
রাখেনা মানুষের খবর
শোনেনা মানব কন্ঠস্বর।
পুঁজির সমাজ বোধশুন্য,
বোঝেনা। মানুষ নয় পণ্য।