গ্রামখানি ছোট অতি
সুখী সবুজ বসতি
পুকুরেতে ছোট মাছ
আম কাঁঠালের গাছ,
বাদলের দিনে ঝরে
আকাশের অশ্রুমালা
শীতের সকাল ভরে
কুয়াশার বন্দীশালা,
তপ্ত রোদের কিরণ
গলায় পাথর মন।
আমার মনের কোণে
এমন একটি গ্রাম
কাব্যের শেষ চরণে
ভুলেছি তাহার নাম।