দিন শেষে যার কাছে, ফিরে আসো তুমি
মাতা পিতা ভাই বোন, পরিবার ভুমি,
স্বামী বা স্ত্রী, পুত্র কন্যা, তোমার আপন
তাদের কাছেই আছে, সত্য প্রয়োজন।
পুঁজির পৃথিবী এটা, অর্থ করে দাশ
পরিবার ভেঙে চায় মনুষ্যত্ব নাশ,
সমাজে হয়েছে আজ, মাপকাঠি অর্থ
সকল কাজের আজ, একটাই স্বার্থ ,
মাতা পিতা বাহিরেতে, থাকে ব্যাস্ততায়
ছেলে মেয়ে ভুলে থাকে, কৃত্রিম ব্যাথায়।
পরিবার যেন শুধু , কেয়ার সেন্টার
ভাড়া দিয়ে একসাথে, থাকার ব্যাপার,
ভীষণ একাকী তাই, মানুষ এখন
মায়া হীন দয়া হীন, কঠিন জীবন।
নিজের কাছে তে তাই চাও যে সময়
পরিবারে ফিরে যাও, করো মায়াময়
তোমার জীবনে তারা , রক্তের বাঁধন
অর্থের চেয়েও বেশি তারা প্রয়োজন।
পরিবার আন্দোলন, তাই হোক আজ
পুঁজির বিরুদ্ধে বড়, প্রতিবাদী কাজ।