সারারাত কুয়াশারা পড়েছিল ঝরে
প্রভাতের রবিকর বোধহয় ঘূমে,
সাদা রঙ ধোঁয়া ধোঁয়া শীতল চাদরে
অফিসের কেরানীরা পথে তবু নামে।
বহুজন আছে জানি বিছানায় শুয়ে
দোকান খুলবে পরে দোকানির দল
ভিজিয়ে দিয়েছে পথ কুয়াশারা ছুঁয়ে
কাঁপতে কাঁপতে ছোটে শ্রমিক সকল।
শীতের কুয়াশামাখা এমন সময়
নানাবাড়ি দাদা বাড়ি পিঠে উৎসব
ছুটিতে কাটায় দিন, সব বিদ্যালয়,
শীতের সকাল তাই কাটছে নিরব।
শৈশব কৈশোর কাল পেছনে ফেলেছি
অফিস যাবার বাসে আমি বসে আছি।