যদি একথা সত্যি হতো
ইচ্ছে হলেই লেখা যেতো
কবিতা শত শত,
হয়ে যেতাম কবি নজরুল
কাব্য করতে হতোনা ভুল
বিদ্রোহী বুলবুল।
তীরে ভেড়াতাম সোনার তরী
কবিতা দিতো মহাকাল পাড়ি,
হতেম নতুন বিশ্বকবি।
রবির আলোয় মাখিতাম পায়ে শিশির
জীবনানন্দে খুঁজিতাম সাতটি তারার তিমির।
  
যদি একথা সত্যি হতো
ইচ্ছে হলেই হওয়া যেতো
হতাম সাত সাগরের মাঝি,  
আঠারো বছর বয়সে আবার যেতাম ফিরে,  
নতুন যৌবন পেয়ে    
হারাবো মিছিলের ভিড়ে,
মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময়ে  
নতুন স্লোগানে রাজপথ কাঁপিয়ে শোনাবো  
“শান্তি দে হারামজাদা নইলে দুনিয়া খাব’’