কচুরিপানার মত মানুষের দল
কতিপয় এসে বাঁধে ছোট ছোট বাসা
তারপর ধীরে ধীরে করে যে দখল
পুকুর, দরিয়া ভরে, ঘড় তোলে খাসা।
বন্য প্রাণ ধরে ধরে, খাঁচায় যে পুরে
কারখানা গড়ে, বন করিয়া উজাড়
বিষাক্ত করিয়া তোলে জলবায়ু টারে
বিপদ আপদ বাড়ে কাটিয়া পাহাড়।
কচুরিপানা রা পানি ছেড়ে উঠে নাতো
খায়না তো আম জাম কাঁঠালের বৃক্ষ
মানব ক্ষুধায় আজ, কচুরি শংকিত
পৃথিবীর ইতিহাস দেবে সেই সাক্ষ্য।
কচুরিপানার মত প্রয়োজন জানা
মানুষের প্রয়োজন সীমানা যে মানা।