একঝাঁক কবুতর উড়ে যায় দূরে
আবার ফিরবে তাঁরা নিজেদের নীড়ে
নীড়খানি তাহাদের দোতলার ছাদে
দেখে রোজ গৃহে ফেরা, কবি মন কাঁদে।
কিচিরমিচির শুনি করছে চড়ুই
কি যেন খেলছে তাঁরা, পুলকিত হই,
খড়কুটো জড়ো করে বাড়ির কার্নিশে
গড়েছে মহল্লা তাঁরা মানুষের পাশে।
আকাশে ভাসছে দেখি, ডানা মেলা চিল
কাকেদের সভা শেষে, চলছে মিছিল,
আমাদের প্রতিবেশী এইসব পাখি
শেখাই তাদের মোরা? না আমরা শিখি?