ক্যাকটাস ভেবে ভুল করি
আসলে ওরা বরই কাঁটা।
ওদের স্থান নয় সৌখিন বারান্দায়,
শিশু দের ধুলো মাখা হাতে
ওরা হাঁটে বহুদূর হাঁটা।
জীবন কি বোঝেনা কাঁটার শিল্পটা?
নাকি কাঁটার ব্যবসায়ী
ভুলতে চায়, বরই কাঁটার জীবন।