ভোরবেলার পাখিটারে ডেকে বলে দিও
ডাকাডাকি করে ঘুম ভাঙিয়ে কি লাভ?
যদি প্রতিটি দিন হতাশার সংবাদ বয়ে আনে,
যদি প্রতিটি সূর্যোদয় সম্ভাবনার রাজপথ না চেনাতে পারে,
বরং রাত আরও দীর্ঘ হতে দাও
তাদের জন্যে, যাদের ক্লান্তি এখনো কাটেনি
রাত ফুরোলেই যাদের ফিরতে হবে আশাহীন পরিশ্রমে,
দীর্ঘ রাত না ফুরিয়ে গভীর হোক ততদিন
যতোদিন আশার বাণী না আসে কানে
যতোদিন মানুষ খুঁজে না পাবে জীবনের মানে।