বিদ্রোহ,
ঘুম ভেঙে জাগো তুমি
জাগাও প্রাণের সকল তৃণভূমি,
নতুন ভোরের অপেক্ষায় আর নয়
সরিয়ে রাখো মনের যত ভয়।


ফসলের মাঠে সেইসব চাষিরা
দিনে দিনে দরিদ্র হচ্ছে যারা
তাদের মনকে একত্র করে দাও
ঐকতানের বাজনা শুনিয়ে যাও।


বিদ্রোহ,
ঝরো বৃষ্টি হয়ে খুব
দ্রোহের জলে শহর দেবে ডুব,
যে শহর ধোঁয়ায় অন্ধ থাকে
যে শহর শ্রমিক বন্দী রাখে।


বিদ্রোহ,
দাও শিক্ষা নতুন করে
যে শিক্ষায় অন্যায় আপোষ মরে
প্রজ্ঞাবানেরা পথের দিশারী হোক
সত্যিকারের মানুষ হয়ে বাঁচুক।


বিদ্রোহ,
ডাক, বিদ্রোহী ছিল যারা
ক্ষুদিরাম, তিতুমীর, বিদ্রোহী সিপাহীরা  
মৃতপ্রায় যে তরুন রুপালী নেশায়
তারে নতুন করে বাঁচাও,
জাগরণী ভাষায়।


বিদ্রোহ হও নাযিল, সমাজের গলিতে গলিতে  
যে সমাজে দুর্যোগ নামে ভীষণ দলাদলিতে
চকচকে হয় ধনীর প্রাসাদ, চকচকে হয় অস্ত্র
গোলামের ভীর বাড়ে দিনদিন, গোলামীর নীতিশাস্ত্র।


বিদ্রোহ, জানি, জানি সে কাহিনী
যেথা রাজার বাহিনী
খুঁজে ফিরেছে,  বিদ্রোহী যারা তাদের
বিদ্রোহীরা যুগেযুগে ছিল, ভয় ছিলনা যাদের,
তারা দিয়েছিল নতুন দিনের সন্ধান
তারা চায়নি মানুষে মানুষে ব্যাবধান।
রাজার বাহিনী দিনেদিনে আরও হয়েছে ভয়ংকর
নিরীহ মানুষে ভরে দিচ্ছে কয়েদখানার ঘর
বিদ্রোহ,   তোমায় খুব প্রয়োজন, ঐ সব কয়েদিদের
তোমার মন্ত্রে রচিবে তারাই আলোটা আগামী দিনের।


বিদ্রোহ । বিদ্রোহ ।
তুমি জাগ্রত থাক
আর শুনে রাখো
যেদিন হইতে রাজা আর প্রজা বাধবে দুজনে সহানুভূতির জুটি
বিদ্রোহ, শুনে রাখো
সেদিন হইতে পাইবে তুমি ছুটি।