মেঘের গায়ে রোদ পড়েছে রে
পেঁজা তুলো ভাসছে আকাশে,
রোদ পড়েছে চিলের ডানাতে
স্বর্ণালী রঙ উড়ছে যেন হেসে।


রোদ পড়েছে ছোট্ট শিশুর পায়
রোদ ধরতে বিড়াল ছানা লাফায়
ভাসলো রোদে বাড়ির ভিটেখানি
ডাব পড়েছে,  পড়ছে মিষ্টি পানি।


রোদ এসেছে জানলা গলে ঘরে
যেথায় মামা নাক ডাকছে জোরে,
মা মুরগি বাচ্চা গুলোর সাথে
গুনে গুনে রাখছে পাহারাতে।


জেলের জালে মাছ পড়েছে রে
বোয়াল টাকি শিং চিংড়ি কৈ রে,
রোদ লেগে মাছ যাচ্ছে ঝলসে
পানকৌড়ি হচ্ছে আরো আলসে।


রোদ পোহাচ্ছে সাদা বাছুর ছানা
যাচ্ছেন হাটে পাশের বাড়ির নানা,
কাস্তে হাতে মাঠের পানে কৃষক
এক পায়ে ঐ দাঁড়িয়ে আছে বক।


সূর্যী মামা উঠছে হামাগুড়ি দিয়ে
অংক স্যার হাতে চক ডাস্টার নিয়ে,
রোদের আলোয় ভাসছে পুরো গ্রাম
সৃজন যাহার ভাবায় তাহার নাম।