সামাজিক যোগাযোগে হতাশারা আসে
ফানুস উড়িয়ে চলি, মনের ভেতরে
উঁকি দিয়ে ঢাকি রোজ, আহত চাদরে,
ওরা যেনো সব পায়, মৌসুমী বাতাসে।
বিদেশ ভ্রমন কেউ, কেউ প্রমোশন
বাহারী খাবার কেউ করছে শেয়ার
শত শত সেলফিতে তুলছে জোয়ার
বেনারসী দোকানের শুভ উদ্বোধন।
দেখে দেখে বাড়ে মোর হতাশার নেশা
দেখেই গেলাম শুধু সারাটা জীবন
সামাজিক যোগাযোগে সময়টা কাটে।
বানানো জগতে খুঁজে পাবো নাতো দিশা
দিশাহারা হয় মোর শরমেতে মন
যখন ব্যাথার কথা কেউ আঁকে পটে।