নদীর জলের কাছে, প্রশ্ন করি আমি
কোন দেশেতে যাও গো, ঢেউয়ের দল
রোদ আছে কি সেথায়, আছে মরুভূমি?
বালির পাহাড় ধূয়ে, করবে শীতল।
তোমার পথটি ধরে, নাও ভাসাবো রে
তোমার সাথে মিলবো ভিন্ন মোহনায়,
তৃষ্ণা বুকে জেগে রই, নিদ্রা আসে নারে
শান্ত হয়ে থাক নদী , ভিন্ন সীমানায়।
জাগতে হবে তোমায় ভয়াল রুপেতে
তোমার বুকের মাঝে, বাঁধের দেয়াল
ভাঙতে হবে এবার, দ্রোহের ছোঁয়াতে
মানতে হবে তোমায়, আপন খেয়াল।
নাহয় চলো পালাই এমন দেশেতে
যেথা দেবেনাতো কেউ, জল শুন্য হতে।