বৃষ্টি আসে কবিতা লেখার রসদ লয়ে
বৃষ্টি আসে ঘুম ভাঙাতে,
মানুষ কবি ঘুমিয়ে পরে ওপাশ ফিরে,
বৃষ্টি এসে জানলা গলে ভেজায় বালিশ
ঘুমিয়ে থাকা শহরগুলো ..
তোমার নামে করবে নালিশ।
বৃষ্টি তবু আসো কেন এই শহরে..
দোষটা শুধুই নেবে এখন ,
তোমার জন্য কবি যাবে ঘুমের ঘোরে,
তোমার জন্য রাত পোহাতে
আজকে একটু দেরিই হবে।
বৃষ্টি তোমার এই অপরাধ
ব্যস্ত শহর মানবে কেন...
কবি হলেও তাহার জন্য
বরাদ্দ নেই সময় অবাধ।